বোয়ালমারীতে সাংবাদিক মজিবুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন
বোয়ালমারীতে সাংবাদিক মো: মুজিবুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬) বাদ জুম্মা স্থানীয় হাসামদিয়া মাদ্রাসা মাঠে সদ্য প্রয়াত সাংবাদিক মো: মুজিবুর রহমানের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মো: আবুল বাসার খাঁন, জামাত প্রার্থী ড. মো: ইলিয়াস মোল্লা, খেলাফত আন্দোলন নেতা মুফতি শরাফত হোসাইনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণসহ হাজার হাজার মুসল্লী মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সুত্রে জানা যায়, কয়েকদিন আগে স্ট্রোক করলে তাঁকে স্থানীয় হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়। সেখানে তিনি বৃহস্পতিবার বিকালে মারা যান। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ।
অত্যন্ত সদালাপী, হাস্যোজ্জল এই সংবাদকর্মী দীর্ঘদিন যাবৎ বোয়ালমারীতে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মুলত: সংবাদপত্র ব্যবসার সাথে তাঁর এই জগতে আসা হলেও তিনি স্থানীয় সাপ্তাহিক আল হেলাল, সাপ্তাহিক চন্দনা এবং আগামীর প্রত্যাশায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
মুজিবুর রহমান বিশ্বাসের মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দৈনিক সময়ের প্রত্যাশার প্রকাশক মো: মুরিশদ আহমেদ শিকদার লিটু, বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক আল হেলাল সম্পাদক মো: রেজাউল হক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড: কোরবান আলী, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী ফিরোজ, দৈনিক পুনরুত্থানের সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক মিজান উর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি মুহববত জান চৌধুরী এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক মো: মনিরুজ্জামানসহ স্থানীয় সকল সংবাদ কর্মীগণ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- দাফন সম্পন্ন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: