মৌলভীবাজারে এইচপিভি ভাইরাস “সারভারিক্স” টিকার উদ্বোধন
সারাদেশের সাথে মৌলভীবাজারে জরায়ু ক্যান্সার প্রতিরোধক ‘এইচপিভি ভাইরাসের ‘সারভারিক্স টিকার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ইং, জেলা সিভিল সার্জন কার্যলয়ের আয়োজনে শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ টিকার উদ্বোধন করা হয়।
এ সময় সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক এসকে মিনাল সিয়াম’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ, আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ রবিউস সানী, ডাঃ মুত্তাকিম, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।
এ বছর মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়া হবে বলে জানান তারা।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- মৌলভীবাজার
- এইচপিভি ভাইরাস
- সারভারিক্স
আপনার মতামত লিখুন: