শারদীয় দূর্গা উৎসবের শুভ অষ্টমীতে বস্ত্র বিতরণ করেন সুবাস সাহা
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শুভ অষ্টমীতে হত দরিদ্র জন গোষ্ঠীর মাঝে বস্ত্র (শাড়ী, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি) বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যাহ্ন ভোজ শেষে প্রতি বছরের ন্যায় এবারও তিনি তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়নগর গ্রামে হত দরিদ্রদের মাঝে এই বস্ত্র বিতরণ করেন। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মাঝে তিনি কিছু নগদ অর্থও বিতরণ করেছেন।
সুবাস সাহা বস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ''আমি গরিব দু:খি দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সামান্য তম যতটুকু পারি সাহায্য করে থাকি।
শুধু পূজা নয় দুই ঈদেও মানুষকে নানা ভাবে সহযোগিতার চেষ্টা করি। মানুষের সেবা করা আমার নেশা''। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক/সম্পাদক এ্যাড. কোরবান আলী, দৈনিক সময়ের প্রত্যাশার প্রকাশক/সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু, দৈনিক পুনরুত্থানের বার্তা সম্পাদক মিজান উর রহমান, দৈনিক সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম সহ উৎসবে আগত অসংখ্য দর্শক।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
- বিষয়:
- শারদীয় দূর্গা উৎসব
- সুবাস সাহা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: