• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শ্যামনগরে সিসিডিবির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৮ পিএম
শ্যামনগরে সিসিডিবির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

শ্যামনগরে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্প ও স্টেপ এন্ড বিল্ডইন প্রকল্প বাস্তবায়নে "আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫" পালন করা হয়। সোমবার (১৩ই অক্টোবর) সকাল ১০ টায়  বনবিবিতলা গ্রামে ১০৩ নম্বর সেন্ট্রাল আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী, বনবিবিতলা সিসিআরসির সদস্য বৃন্দ ও  ইয়ুথ  গ্রুপের সমন্বয়ে "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি অনুষ্ঠিত হয়। একই সময় স্টেপ এন্ড বিল্ডইন প্রকল্প এর আয়োজনে বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদে এক বর্ণাঢ্য রেলি ও রেলি শেষে আলোচনা সভার  আয়োজন করা হয়।

র‍্যালি শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রাইমারি স্কুলের ২২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীগণের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উপকূলীয় অবহেলিত অঞ্চলে সিসিডিবি সংস্থার এ ধরনের উদ্যোগকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অভিভাবক মন্ডলী মহতি উদ্যোগ বলে মনে করেন।

শিক্ষক মন্ডলী বলেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী তথা অত্র এলাকার মানুষের দুর্যোগ বিষয়ে বিশেষভাবে সচেতন করবে। র‍্যালি আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন,স্টেপ এন্ড বিল্ডইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার,হিসাব রক্ষণ কর্মকর্তা নেন্সি বিশ্বাস, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, মাঠ সংগঠক থার্মান আতিওয়ারা, জগদীশ সরদার, দিল আফরোজ, আরাফাত হোসেন, অখিল মন্ডল, বনবিবি তলা সিসিআরসির সহ-সভাপতি মিনতি রানী মল্লিক, ক্যাশিয়ার হাফিজুর রহমান, ইয়ূথ গ্রুপের সদস্য ইজাজ আহমেদ বাচ্চু এবং সুমন বর্মন এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন