• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. সারাদেশ

শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ এবং আহত ৪


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৬ পিএম
শ্রীমঙ্গলে_মর্মান্তিক_সড়ক_দুর্ঘটনায়_নিহত_১_এবং_আহত_৪
নিহত তারেক চৌধুরী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় একটি প্রাইভেট কার শ্রীমঙ্গলে আসার পথে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনায় নিহত তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীয ইসলামিয়া শ্রীমঙ্গল পৌর শাখার সহ-সভাপতি। তাঁর বাড়ি উপজেলার নোয়াগাঁও এলাকায়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্ত-সহ চারজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে নোয়াগাঁও থেকে শ্রীমঙ্গলমুখী নীল রঙের একটি প্রাইভেট কার (নং-ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক-সহ আরোহী আরো ৪জন গুরুতর আহত হন।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। 

আহত পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল শান্ত, সাকিল আহমদ, সাজু মিয়া, আলামীনকে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শঙ্কটাপন্ন অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে তিনি জানান।

দৈনিক পুনরুত্থান / মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার

এ সম্পর্কিত আরও পড়ুন