৪৮ ঘণ্টার মধ্যে তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
দেশের তিন বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বৃষ্টির পূর্বাভাস
- বিভাগ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: