• ঢাকা
  • সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৮ পিএম
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, ডাচ বাংলা ব্যাংকের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব। টাকা ব্যাগে ভরে বিকেল সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে তারা রওনা করেন। 

চান্দনা চৌরাস্তা কাঁচা বাজার সংলগ্ন কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেলে ৬ দুর্বৃত্ত এসে তাদের মোটরসাইকেলটির গতি রোধ করে। 
দুর্বৃত্তরা টাকার ব্যাগে কেড়ে নিতে চাইলে ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। আহত দুই কর্মচারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন