• ঢাকা
  • সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক কারবারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম
বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক কারবারী আটক

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ৪মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজন মাদক কারবারী-কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বোয়ালমারীতে অবস্থিত সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সেনা সূত্র থেকে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালমারী সেনা বাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

অভিযান চলাকালে ইয়ামিন (২২), মুন্না (১৮), সাব্বির (২৬) ও শাহেদ (২১) নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামীদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। বিশেষ করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ জানায়, আটককৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পূর্বের কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন