বোয়ালমারীতে অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মতবিনমিয় অনুষ্ঠতি
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে স্বশস্ত্র বাহিনী বোর্ড সচিবের মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (২৭ জানুয়ারী ২০২৬) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলার সকল অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিকদের সাথে স্বশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সাথে মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বশস্ত্র বাহিনী বোর্ড সচিব মেজর মশিউল আলম মাশুক, বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা স্বশস্ত্র বাহিনী বোর্ড সচিব অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সানোয়ার হোসেন ।
ফরিদপুর জেলা ডেসওয়া ট্রাস্টের সভাপতি অব: ওয়ারেন্ট অফিসার মো: আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মেজর মাশুক অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে অবসরকালীন সুযোগ সুবিধা বিষয়ে নানা দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। তিনি অবসরপ্রাপ্ত সদস্যদের অবসরকালীন ভাতা বৃদ্ধি, ওয়ান র্যাংক ওয়ান পে সুবিধা, চিকিংসা সুবিধা অধিক নিশ্চিত করণ, রেশন মানির পরিবর্তে পুণ:রায় রেশন চালু, সন্তানদের ট্রাস্ট ব্যাংকে চাকুরীর সুবিধা, বিশেষ সুবিধায় ইউরোপিয় কান্ট্রিতে গমণের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
মত বিনিময়ে উপস্থিত ২৬৮ জন অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে দুইশত জনই রেশন মানির পরিবর্তে পুণ:রায় রেশন চালুর ব্যবস্থা করার দাবী জানান । তবে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কয়কে জন সদস্য এই প্রতিবেদককে জানান, রেশনরে পরিবর্তে টাকাই আমাদের কাম্য; তবে বর্তমান বাজার দরে সেটা যথেষ্ট নয়। রেশনমানী বর্ধিত করা সময়ের দাবী । তাছাড়া সর্বনিম্ন পেনশন বিশ হাজারের উপরে রাখারও দাবী জানান তাঁরা ।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: