নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল হক

নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।


বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ লাইনে নরসিংদী জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেয়া হয়। পরে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সনদ ও ক্রেস্ট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের হাতে তুলে দেন।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠাসহ নরসিংদী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে মনোনীত করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করে জানান, প্রতিটি কাজের এমন ভাল স্বীকৃতি পেলে কাজে আরও গতিশীলতা ফিরে আসবে। এছাড়া এমন পুরস্কার আমাদের কাজের প্রতি অনুপ্রাণিত করবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নরসিংদী জেলা
- এমদাদুল হক
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: