• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না : তথ্য উপদেষ্টা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না : তথ্য উপদেষ্টা

গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা সরকারের প্রথম অগ্রাধিকার, যা নির্বাচনের আগেই সম্পন্ন করতে চান তারা। তিনি বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই।

নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা জরুরি।’

মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়া মালিকরা কর রেয়াতসহ যেসব সুবিধা সরকার থেকে পাবেন, সেভাবে যেন কর্মীদেরও সুবিধা দেন।’

চ্যানেল অনুমোদনের বিষয়ে মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। তিনি জোর দিয়ে বলেন, এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না।

সে কারণে নতুন মিডিয়া দেওয়া। ‘আমরা চাই, বহু স্বর আসুক। যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, সেহেতু ফ্যাসিবাদবিরোধী যারা আছে তাদের মিডিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে,’ যোগ করেন তথ্য উপদেষ্টা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন