আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো.খায়রুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,আত্রাই থানার ওসির প্রতিনিধি রজব আলী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মো.আব্দুল মান্নান সরদার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং,ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন,আফজাল হোসেন, মামনুর রশিদ সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম বলেন,আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং-এর মতো সামাজিক সমস্যাগুলো দূরীকরণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আত্রাই
- আইন শৃঙ্খলা কমিটির সভা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: