• ঢাকা
  • বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
আলফাডাঙ্গা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় আইন শৃংখলা রক্ষা কমিটির মাসিক সভা সম্পন্ন হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, পরিবেশ পরিস্থিতি  উন্নত রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার  (২১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানূর রহমান। 

কর্মকর্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হবে। ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রত্যেককেই সমান ও নিরপেক্ষ দৃষ্টিতে দেখভাল করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নুর মৌসুমী।  সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান বলেন,

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সুন্দর পরিবেশে উৎসব মূখর ও শান্তিপূর্ণ  পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন