আলফাডাঙ্গায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পাশে প্রশাসন, শীতবস্ত্র বিতরণ
আলফাডাঙ্গায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পাশে প্রশাসন, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, “তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে হলে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য আরও টেকসই সহায়তা কার্যক্রমের দাবি জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: