• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে : সেলিনা রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ পিএম
একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে : সেলিনা রহমান

একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু  অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে দলটি।

বুধবার (১৫ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত বিভিন্ন অংশীজন সমন্বয়ে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত আলোচনা সভায় যশোর, নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা জেলার সাবেক এবং বর্তমান নারী জনপ্রতিনিধিরা অংশ নেন।

বেগম সেলিমা রহমান আরও বলেন, বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল। বিএনপি সব সময় দেশের নারী সমাজের অধিকারের জন্য কাজ করে। যে কারণে দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল। বিগত সময়ে যখন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশের নারী সমাজ তার প্রতিদান দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নারী সমাজের জন্য কি করেছেন, সেটি সকলের জানা আছে। তাদের যোগ্য উত্তরসূরী তারেক রহমানও দেশের নারী সমাজের উন্নয়ন এবং অগ্রযাত্রায় কাজ করতে চান। যেটি তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরেছেন। সেটি প্রান্তিক পর্যায়ে নারী সমাজের মাঝে তুলে ধরতে হবে।

তিনি বলেন, আমরা সকল সম্প্রদায়ের নারী-পুরুষ বাংলাদেশি। এই দেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নারী সমাজ যারা প্রতিনিয়ত সংগ্রাম করছে। পুরুষের সাথে নারী সমাজ লড়াই করেছিল বলে, আজও বাংলাদেশের অস্তিত্ব আজও টিকে আছে। আমরা নারীরা লড়াই করে আমাদের অধিকার আদায়ের করে টিকিয়ে রাখবো। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনকালে দেশের অসংখ্য নারী তার স্বামী সন্তান অনেককে হারিয়েছে। অজস্র নারীর স্বামী সন্তানকে দিনের পর দিন মিথ্যা মামলায় দিয়ে কারান্তরীণ করা হয়েছিল। পুরুষের পাশাপাশি দেশের নারী সমাজও সংগ্রামী। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন, নারী ও শিশু  অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুণ রায় চৌধুরী ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন