• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৮ পিএম
কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ত্রাণ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি তিনটি পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, ঝড়ে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হলেও প্রশাসনের দ্রুত সহায়তায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তারা।

এসময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সর্বদা রয়েছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ধাপে ধাপে সহায়তার আওতায় আনা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন এবং কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু প্রমুখ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন