চমেক ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বুধবার, ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৫ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।


বুধবার (৭ মে) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- চমেক
- ছাত্রদল
- কমিটি বিলুপ্ত
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: