জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণঅনশন শুরু

শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় গণঅনশন ঘোষণা দেন সাবেক ব্যবসা অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।


এ সময় তিনি বলেন, ‘আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করব। কোনো প্রকার বিশৃঙ্খলা করব না। বিজয় নিয়েই আমরা ফিরব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জুম্মার নামাজের পর তৃতীয় দিনের মতো সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
এর আগে, দুপুর ২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে এই সরকারের কিসের এত সমস্যা।
এই দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছেন। জাতীয় বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন। কিন্তু এই সরকারের আমাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিতি হয়েও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার মেনে নিতে চাইছেন না।
জবিয়ানদের আজকের এই গণঅনশন সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কাকরাইল মসজিদ মোড়। সাবেক বর্তমান মিলিয়ে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন সমাবেশে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: