• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

জিয়া মঞ্চ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব হলেন শাহরিয়ার জামান শাহ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৯ এএম
জিয়া মঞ্চ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব হলেন শাহরিয়ার জামান শাহ

দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান শাহ নিপুণকে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে।

বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মো: ফয়েজ উল্যাহ ইকবালের নির্দেশক্রমে এবং জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জামাল হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১২ অক্টোবর (রবিবার) ৫৯ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটিতে মো: নওশাদ আলম পাপ্পু কে আহ্বায়ক এবং মো: কাজী খাজা কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়াও এই কমিটিতে খানসামা উপজেলার সন্তান শাহরিয়ার জামান শাহ নিপুণকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্বে জিয়া মঞ্চ দিনাজপুর আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। দলীয় সূত্রে জানা গেছে, তার নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের আগামী ৪৫ দিনের মধ্যে দিনাজপুর জেলার সকল উপজেলা ও পৌরসভায় জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, জিয়া মঞ্চের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ নতুন জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, জিয়া মঞ্চ হলো বিএনপির একটি সহযোগী সংগঠন, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমিক চেতনা প্রচারে কাজ করে আসছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন