• ঢাকা
  • শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

টঙ্গীর দুই বস্তিতে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম
টঙ্গীর দুই বস্তিতে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে হেরোইন, ইয়াবাসহ দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকায় ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। 

‎শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। 

তিনি জানান, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল টঙ্গীর দুই বস্তিতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে বস্তির বিভিন্ন কক্ষ থেকে এক কেজি হেরোইন,৩৪৭ পিস ইয়াবা,দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়াও এসব কাজে জড়িত থাকায় ৩৫ জন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। 

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, শুক্রবার দুপুরে এ ঘটনায় একটি মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন