• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

তুরস্কে জুয়া কেলেঙ্কারি : ফুটবলে বাজি ধরেছেন ১৫০ জনের বেশি রেফারি!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৩৫ পিএম
তুরস্কে জুয়া কেলেঙ্কারি : ফুটবলে বাজি ধরেছেন ১৫০ জনের বেশি রেফারি!

তুরস্কের ফুটবলে নেমে এসেছে বড় এক ঝড়। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, পেশাদার লিগের ১৫০-এর বেশি রেফারির বিরুদ্ধে ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ উঠেছে।

এক সংবাদ সম্মেলনে সোমবার তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজি ওসমানগ্লু জানান, সরকারি সংস্থাগুলোর অনুসন্ধানে দেখা গেছে, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বিভিন্ন বেটিং কোম্পানিতে অন্তত একটি করে অ্যাকাউন্ট আছে।

এর মধ্যে ১৫২ জন রেফারি ওই অ্যাকাউন্ট ব্যবহার করে ফুটবলে বাজি ধরেছেন। তাদের মধ্যে রয়েছেন শীর্ষ পর্যায়ের সাতজন রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

হাজি ওসমানগ্লু আরো জানান, ১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন তো একাই গত পাঁচ বছরে ১৮ হাজার ২২৭টি ম্যাচে বাজি ধরেছেন! তবে কেউ কেউ মাত্র একবারই বাজি ধরেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা জানি তুর্কি ফুটবলে পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের দায়িত্ব তুর্কি ফুটবলকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনা এবং সব অনাচার থেকে একে শুদ্ধ করা।’ ফেডারেশন সভাপতি আরো জানান, শৃঙ্খলা বোর্ড অবিলম্বে এসব মামলার তদন্ত ও ব্যবস্থা নিতে যাচ্ছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন