পবিপ্রবি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি. মো. ইউনুছ শরীফ তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্তৃক লক্ষাধিক টাকার টাইলস আত্মসাৎ” শিরোনামের প্রতিবেদন প্রসঙ্গে লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
ইউনুছ শরীফ জানান, আমাকে নিয়ে কিছু অনলাইন যে নিউজ করেছে উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এতে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামান্যতম মিল নেই।
প্রকৃত ঘটনা হলো, প্রায় দুই বছর আগে একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যাম্পল হিসেবে কিছু টাইলস বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের করিডোরে রাখে। দীর্ঘদিন সেগুলো অপ্রয়োজনে ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমি সেগুলো ফেরত নেওয়ার অনুমতি দিই, যা আমার অফিসিয়াল দায়িত্বের অংশ।
পরে প্রতিষ্ঠানের অনুরোধে স্থানীয় একটি মসজিদ কর্তৃপক্ষ অল্প কিছু টাইলস গ্রহণ করেছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে উক্ত মসজিদ কর্তৃপক্ষ টাইলসগুলো পুনরায় ক্যাম্পাসে ফেরত দিয়েছে।
অতএব, কোনো ধরনের আত্মসাৎ বা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।
আমি উক্ত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে বাস্তবতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পবিপ্রবি
- তত্ত্বাবধায়ক প্রকৌশলী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: