• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পুনর্বাসন ছাড়া উচ্ছেদের শঙ্কায় আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবার, মানবিক সমাধানের দাবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫০ পিএম
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের শঙ্কায় আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবার, মানবিক সমাধানের দাবি

 

মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কা, সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ভয় আর অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা—এমন মানবিক সংকটের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আজিমপুর সরকারি কলোনীর (জোন-সি) ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবার।

তারা অভিযোগ করেছেন, একনেক সভার সিদ্ধান্ত উপেক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একক ও মনগড়া সিদ্ধান্তে পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই ভবন নির্মাণ ও ভাঙার দরপত্র আহ্বান করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ এসব কথা বলেন সি -জোনের ৪০/পির বাসিন্দা শামসুন্নাহার।

এসময় এলওটি ৩৯ এর নম্বর ভবনের মুশফিকুর রহমান, শহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম, ৩২ নম্বর ভবনের সাইফুল ইসলাম, ৪০ নম্বর ভবনের (পুরাতন) মুক্তাদির হোসেন, ২৪ এলওটির নাজমুন নাহার, ২৫ নম্বর এলওটির রীমি আক্তার প্রমুখ। শামসুন্নাহার বলেন, তারা সবাই রাষ্ট্রের কর্মচারী—কেউ সচিবালয়ে, কেউ আদালতে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দায়িত্ব পালন করছেন। বছরের পর বছর আজিমপুর জোন-সি এলাকায় বসবাস করে তারা এখানেই গড়ে তুলেছেন পরিবার, সন্তানদের শিক্ষা আর জীবনের স্বপ্ন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের সন্তানরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।

হঠাৎ করে বাসা ভেঙে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসব শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন, গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে একের পর এক দরপত্র আহ্বান করা হলেও আজ পর্যন্ত ৪১৮টি পরিবারের কাউকেই বিকল্প বাসা বরাদ্দ দেওয়া হয়নি। অথচ ২০২৪ সালের ২৮ এপ্রিল পরিকল্পনা কমিশনের সভায় একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, জোন-সি প্রকল্প শুরুর আগে বর্তমান বাসিন্দাদের জোন-বি এলাকায় পুনর্বাসনের কথা ছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে এখন মৌখিকভাবে নারায়ণগঞ্জের আলীগঞ্জে স্থানান্তরের কথা বলা হচ্ছে, যা পরিবারগুলোর কাছে চরম উদ্বেগ ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, ‘আমরা কেউ অবৈধ দখলদার নই। রাষ্ট্রের চাকরি করে আজিমপুরে সরকারি নিয়মে বসবাস করছি।

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে আমাদের সন্তানদের লেখাপড়া, নিরাপত্তা—সবকিছুই অনিশ্চয়তার মুখে পড়বে।’ ভুক্তভোগীরা জানান, তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন ও লিগ্যাল নোটিশ দিয়েছেন। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধানে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছেন—একনেকের সিদ্ধান্ত অনুযায়ী জোন-বিতে পুনর্বাসন, জোন-এ’র নবনির্মিত ভবনে অস্থায়ীভাবে স্থানান্তর, অথবা আজিমপুরের অন্যান্য প্রকল্পের মতো দুই ধাপে জোন-সি প্রকল্প বাস্তবায়ন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে এমন সিদ্ধান্তে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে উল্লেখ করে শামসুন্নাহার বলেন, ‘রাষ্ট্রের প্রতি আস্থা রেখেই আমরা শান্তিপূর্ণভাবে মানবিক সমাধান চাই।’ সন্তানদের পড়াশোনা ও পরিবারের নিরাপত্তা রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আজিমপুর জোন-সি এলাকার এই ৪১৮টি পরিবার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুন্নাহার বলেন, মাসখানেক আগে ৩১টি ভবন ভেঙে ফেলার নোটিশ দিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে ভাঙার আগে কোথায় তাঁরা যাবেন, সে বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি। শামসুন্নাহারের দাবি, ভবনগুলো ভেঙে আধুনিক স্থাপনা গড়ে তোলার আগে বাসিন্দাদের জন্য অন্তত মাথা গোঁজার একটি বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন