• ঢাকা
  • রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০০ পিএম
বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলা ও মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা। 

গতকাল শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু বলেন, সাংবাদিক নজরুলের ওপর হামলার তিনদিনেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গণমাধ্যম দিবসে একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার পুরো শরীরে আঘাতের ক্ষত। 

গত বুধবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে একদল দূর্বৃত্তরা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সংগঠনের নেতারা। হামলার শিকার নজরুল ইসলাম দয়া দৈনিক ভোরের ডাকে কর্মরত, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এবং জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। 

বক্তারা বলেন, সাংবাদিক নজরুল সাহসের সঙ্গে সোজাসাপটা সংবাদ প্রকাশ করে। কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেনি। ইতিপূর্বে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মামলায় হয়রানির শিকার হয়েছে। একাধিকবার এলাকাছাড়া হয়েছিল এবং থানার মধ্যেও তার ওপর হামলা করেছিল। একযুগ নির্যাতনের শিকার সাংবাদিককের ওপর কেন বর্বরোচিত হামলা। জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

মানববন্ধনে বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এসএম দৌলত, আব্দুল মতিন, নব কুমার সূর্য্য, এমদাদুল হক, রহিদুর রহমান মিলন, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম রবি, শিপলু রহমান, তানসেন আলী মন্টু, ববিন রহমান,  শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ চৌধুরী, মোরশেদুল ইসলাম, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল, মিজানুর রহমান, বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীব, হাফসা পারভিনসহ বগুড়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন