• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় বেড়েই চলছে চুরি, ডাকাতি এবং মাদক ব্যবসা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
বরগুনায় বেড়েই চলছে চুরি, ডাকাতি এবং মাদক ব্যবসা

বরগুনায় দিন দিন বেড়েই চলেছে চুরি এবং ডাকাতির সংখ্যা, বেড়েছে মাদক ব্যবসা এবং মাদক সেবনকারী। বেশিরভাগ যুবকরাই আসক্ত হচ্ছে মাদকে।গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৭ ঘটিকার দিকে পরীরখাল গ্রামের আব্দুর রবেরএকটি ছাগল চুরি করেন সাইফুল এবং বনি আমিন নামের দুইজন যুবক।

সাইফুল (২৩) ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আমলকিতলা গ্রামের গরুর ব্যাপারী নাসিরের ছেলে। বনি আমিন(১৯) পিতা সোহরাব একই গ্রামের বাসিন্দা। ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে বরগুনা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ৮ নং ইউনিয়নের কতিপয় লোক রাস্তায় তাদেরকে আটক করে। ৮ নং একজন ইউপি সদস্য ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল এক মিলনকে বিষয়টি মুঠোফোনে জানান।

পরবর্তীতে মিলন মেম্বার ছাগলের মালিক এবং চোরের আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থান থেকে চুরি হওয়া ছাগল এবং চোর উদ্ধার করেন। চোরদের জিজ্ঞেসাবাদ করা হলে তারা স্বীকার করেন সৌদি আরব প্রবাসী শুক্কুর আলীর বাড়ি তারা চুরি করেছেন। সৌদি প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী জাকিয়ে বলেন, আমার দুটি ছোট বাচ্চা নিয়ে আর আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। চোর আমার ঘরে ঢুকে একটি মর্টার,একটি টাচ ফোন, একটি চার্জার, আমার গলার একটি স্বর্ণের চেইন, স্বর্ণের হাতের রুলি, আইডি কার্ড দুইটি এবং নিত্য ব্যবহারের অনেক জিনিস চুরি করে নিয়ে যায়। আমি আমার মালামাল উদ্দেশ্য সহ চোরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সৌদি প্রবাসী সুজন পাটোয়ারী বলেন, কিছুদিন পূর্বে আমার ঘর চুরি হয়েছে।

চোর আমার একটি সোলার ব্যাটারি এবং একটি সেলাই মেশিন চুরি করে নিয়ে গেছে। গ্রামের এই চোরেরাই আমার ঘর চুরি করেছে।এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া, আমলকিতলা এবং পরীর খাল গ্রামের একাধিক লোক জানিয়েছেন একটি সংঘবদ্ধ যুবক দল এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি করে। এলাকার একাধিক লোক বলেছেন সাইফুল এবং বনি আমিন কিশোর গ্যাংস্টার দলের সদস্য।এলাকাবাসীর দাবি এই সমস্ত কিশোর গ্যাংদের আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এমদাদুল হক মিলন বলেন, আমি ৮ নং ইউনিয়নের একজন ইউপি সদস্যর ফোনে কল পেয়ে সেখানে গিয়ে চুরি হওয়া মালামাল সহ চোর উদ্ধার করি। চোরদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরি করেছেন স্বীকার করেছেন। তারা পেশাদার চোর। সাইফুল এবং বনি আমিন সৌদি প্রবাসী শুকুর আলীর ঘর গতরাতে চুরি করেছেন।

বরগুনা সদর থানার ওসি সাহেব কে বিষয়টি জানানো হয়েছে। আমরা চোরদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন,চুরিকৃত মালামাল সহ চোর গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন