• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৩ পিএম
বরগুনায় হোমিওপ্যাথিক মেডিকেল  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেফতার

বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছে।তাকে ড্রাগ অফিসের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ধারাঃঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ২২/১ এবং ৫৪ ধারার তফসিলের ধারা ০৫। ড্রাগ মামলার নাম্বার ২/২৫। উক্ত মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হতে গেলে বরগুনা জেলা দায়রা জজ তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার নামে অত্র প্রতিষ্ঠানে একাধিক অভিযোগ রয়েছে। তিনি নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না। তার কলেজের দুর্নীতি নিয়ে ইতিপূর্বে অনেক নিউজ হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের নামে এছাড়াও আরো অনেক মামলা আছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন