বরগুনায় রাতের আধারে জমিতে রোপনকৃত বীজ নষ্ট করেছে দুর্বৃত্তরা
বরগুনায় ৮ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঠাকাটা গ্রামে রাতের আধারে মালেক খা নামের এক কৃষকের ০১ একর ২০ শতক জমিতে রোপন করা আমন ধানের বীজ নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন মালেক খা।
ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর ২০২৫ ইং রাত আনুমানিক আড়াইটার দিকে। জমির মালিক মালেক খা বলেন,আমার জমিতে রোপন করা বীজ পা দিয়ে পাড়িয়ে কাদার ভিতর ডুকিয়ে এবং কিছু বীজ উঠিয়ে ফেলেছে একই গ্রামের কবির খা,হালিম খা,সিরাজ হাং,শাওন,নাইম,মারফ,ও স্বপন সহ প্রায় ২০ থেকে ২৫ জন লোক।আমি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জমি নিয়ে কোর্ট মামলা ছিল। কোর্ট আমাদের পক্ষে দুইটি রায় দিয়েছে।
দীর্ঘ ১৬ বছর ধরে জমি আমার দখলে আছে। এরা অন্যায় ভাবে আমার জমিতে রোপণকৃত বীজ নষ্ট করেছে। প্রতিপক্ষরা অনেক প্রভাবশালী অনেক টাকা পয়সার মালিক। কবির খা আমার ছেলেকে হুমকি দিয়েছে তাকে মেরে ফেলবে। এ বিষয়ে অভিযুক্ত কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আমরা কিছুই জানিনা। তাদের রোপণকৃত জমির বীজ আমরা নষ্ট করিনি।
জমি আমাদের আমরা বীজ রোপন করেছি। অভিযুক্ত হালিম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমির প্রকৃত মালিক আমরা। আমরাই জমি চাষাবাদ করেছি। দীর্ঘ ৭০ বছর ধরে জমি আমাদের ভোগ দখলে আছে। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এলাকার একাধিক লোক বলেছেন কৃষক অনেক কষ্ট করে চাষাবাদ করে। এমন ভাবে রোপনকৃত বীজ নষ্ট করায় আমরা তীব্র নিন্দা জানাই।অপরাধীদের সনাক্ত করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: