• ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকের করুণ মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৯ পিএম
বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকের করুণ মৃত্যু

পটুয়াখালীর বাউফলে  একটি আয়রন ব্রিজের ঝুলন্ত  ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শরীর থেকে মাথা  বিচ্ছিন্ন হয়ে গেছে  সাকিব হোসেন(২৩) নামের এক বালুকাটা শ্রমিকের। আজ মঙ্গলবার (২৯ জুলাই)  দুপুর ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালের এ ঘটনা ঘটেছে। নিহত  সাকিবের বাবার নাম কবির হোসেন। তার বাড়ি একই উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ওই বাল্কহেটের আরেক শ্রমিক  জাহিদুল গাজী জানান, তারা  দেওপাশা বাজারের বালু ফেলে যাওয়ার পথে  কাছিপাড়া মিয়ারখালের ব্রিজের কাছে গিয়ে অতিজোয়ারের চাপে বাল্কহেটটি নিয়ন্ত্র হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহিদুলের বাড়ি  পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। তার বাবার নাম হাবিব গাজী। বাল্কহেটের মালিকের নাম  মিজানুর রহমান । তারা বাল্কহেডটি ভাড়ায় এনে বালু কাটেন। 

খবর শুনে বাউফল থানার  এসআই সোহেল ও কালাইয়া নৌঁফাড়ির  পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়ির পুলিশ অবস্থান করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন