বাগেরহাটে ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সুজন গ্রেফতার

বাগেরহাট জেলা ছাত্রলীগ নেতা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুজন হাওলাদার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিষ্ণুপুর ইউনিয়নের আলোচিত জামায়াত নেতা তার আপন চাচা ক্বারী মকসুদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। সুজন বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা এলাকার সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র মাদক ভূমি দখল চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ রয়েছে।


স্থানীয়রা জানায়, কচুয়ার ধোপাখালী ইউনিয়ন বিএনপি নেতা আফজাল হাওলাদারে নাতি হিসেবে পরিচিত সুমন, সুজন ও সাথী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাখরগঞ্জ ও দেপাড়া বাজার এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সুজনের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ এতই অতিষ্ঠ ছিল যে তাকে "ছোট এরশাদ শিকদার" হিসেবে অভিহিত করেছিল। জমি দখল, ঘের লুট, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বহন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এলাকাবাসী।
জামায়াতে ইসলাম সমর্থিত কর্মী হওয়ায় ২০১৩ সালে তারই আপন চাচা ক্বারী মাকসুদুল ইসলামকে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে তারা। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের জীবনের ঝুঁকি থাকায় মামলা নিষ্পত্তি করতে বাধ্য হয ক্বারী মাকসুদুল এর পরিবার। সে সময়ে বিএনপি জামায়াতের কোন নেতাকর্মী এলাকায় থাকতে পারে নাই। দেখা মাত্রই সুমন সুজন সাথীর নির্মম নির্যাতনের শিকার হয়েছে জামায়াত বিএনপি'র নেতা কর্মীরা। তাদের নির্যাতনের শিকার মোল্লা রাকিব উদ্দিন চিতলমারী এবং আরিফুজ্জামান জনি বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
৫ই আগস্ট এর পরে বিএনপি নেতা আফজাল হাওলাদার ও তার মামা সেকেন্দার হাওলাদারের শেল্টারে চলে যান জেলা ছাত্রলীগের সদস্য সুজন ও তার স্বজনেরা। তাদের আশ্রয় প্রশ্রয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় সুজন। খুব শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসছে তখন সবাইকে দেখে নিবে বলেও হুমকি দেয় তারা। এখনো ভয়ে মুখ খুলতে সাহস পাইনা কেউ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, সুজন হাওলাদার ওয়ারেন্ট ভুক্ত আসামি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুজনকে আটক করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: