• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির তৈরি করা হবে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৩৫ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির তৈরি করা হবে

শেখ হাসিনার সরকার সৌদি আরবের টাকায় প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করলেও কোন উপজেলা কেন সারা দেশের কোথাও একটি মন্দির তৈরি করেন নাই।

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির তৈরি করা হবে''। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) দূর্গোৎসব উপলক্ষে শুভ অষ্টমীতে  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়নগর সাহা বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন, ফরিদপুর-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম।

তিনি আরও বলেন, "মুসলমানদের মসজিদে নামাজ পড়তে যেমন পাহাড়া দিতে হয় না তেমনি মন্দিরেও কোন পাহারা দেওয়া লাগবে না, আপনার নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন''। 

সাহা বাড়ি পূজা মন্ডপে পৌঁছালে নাসিরুল ইসলামকে স্বাগত জানান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় নেতা সুবাস সাহা।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা, গুনবহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সঞ্জয় সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জাকির হোসেন টিআইসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।  পূজা দর্শন শেষে খোন্দকার নাসিরুল ইসলাম হত দরিদ্র জন গোষ্ঠীর মাঝে বস্ত্র (শাড়ি,লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি) বিতরণ করেন। 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন