• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে দুই বেকারিকে দূর্ণীতির দায়ে জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩০ পিএম
বোয়ালমারীতে দুই বেকারিকে দূর্ণীতির দায়ে জরিমানা

বোয়ালমারীতে দুই বেকারীকে দূর্ণীতির অভিযোগে জরিমানা করা হয়েছে।  ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় দুই বেকারিকে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ (৩১) ধারায় নাসির বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।

লাইসেন্স নবায়ন না থাকায় বেকারিটিকে সতর্ক করা হয় এবং অবিলম্বে লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া মদিনা বেকারি নামের অপর একটি বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মদিনা বেকারি নামের ওই বেকারির কোন পণ্যের গায়ে লেবেলিং ছিলো না।

এজন্য মদিনা বেকারির মালিক এনামুল শেখকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বেকারিটির কোন লাইসেন্সও ছিলো না। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন