বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফরিদপুর-১ আসনের বিএনপি প্রার্থীর মতবিনিময়
বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফরিদপুর-১ আসনের বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার পরিজনের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় স্থানীয় বিলাসী শপিং মলের তৃতীয় তলায় কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযেদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খোন্দকার নাসিরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যের শুরুতে ৭১এ ৩০ লক্ষ শহীদ এবং ১০লক্ষ ইজ্জত হারা মা-বোনের ত্যাগের ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, "মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাঁরা সেদিন জীবনের মায়াকে তুচ্ছ করে দেশ মাতৃকার স্বাধীকার আদায়ের জন্য ৯মাস যুদ্ধ করে আমাদের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিলেন। পাশাপাশি দেশের কিছু কুলাঙ্গার আল বদর, আল সামস, রাজাকার আমার মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। অগ্নি সংযোগ, নারী নির্যাতনসহ নানা ভাবে আমাদের অত্যাচার করেছে। আজ সময় এসেছে প্রতিশোধ নেবার। আর সেজন্য ঐক্যের প্রয়োজন। আপনারা একাত্তরের মত ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করি।''
বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান জিন্নাহ-র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম (লাল), সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: রফিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো: ছাঁকেন উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী, কয়ড়া কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মো: সিরাজুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার ঘোষ, সিরাজুল ইসলাম ছিরু, মুক্তিযোদ্ধার সন্তান শহীদউদ্দিন দীপু, জহুর ইকবাল ঠাকুর পিন্টু প্রমুখ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- বিএনপি প্রার্থী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: