• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম
বোয়ালমারীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

বোয়ালমারীতে তিনদিন ব্যাপি প্রথম বারের মত ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।  "উই স্পিক, উই লার্ন, উই ওভারকাম'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বোয়ালমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.  জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদকর্মী,   বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন। 

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক সভাপতি জোবায়ের হোসেন শাহেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ইংলিশ উইংয়ের সাবেক নির্বাহী সদস্য সাইফুদ্দীন মোজাফফর। 

প্রথমবার মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে শেখর কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও খরসূতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগিরা কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন