ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গোপন সুত্রে সংবাদ পেয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ০১.৩০ মি.এ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে সুকৌশলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং ২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬; জিআর নং ২৭। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ভাঙ্গা
- এক্সপ্রেসওয়ে
- গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: