• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রাজধানীতে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪৭ পিএম
রাজধানীতে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মাদ্রাসা শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, পুলিশের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে অনেকের চিকিৎসা চলছে, অনেকে আবার চিকিৎসা নিয়ে চলে গেছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন