লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরের জেলা লালমনিরহাটে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ কার্যক্রম শুরু হয়।
জেলায় তিনটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী রয়েছেন ২২ জন। এর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত লালমনিরহাট-৩ ও লালমনিরহাট-২ আসনের মোট ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
দুপুরের পর লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মোট ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার হয়েছে।
প্রতীক বরাদ্দ করেন, লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের সময় প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনী প্রচার চালানোর অঙ্গীকার ব্যাক্ত করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: