শেরপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।


শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অর্ধ বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। রবিবার সকালে স্থানীয়রা অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন । খবর পেয়ে পুলিশ এসে ওই লাশটি উদ্ধার করে।
এরিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ওই মহিলার পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে স্থানিয়রা ওই মহিলাকে মাজারে মাজারে ঘুরতে দেখেছেন বলে জানা গেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর
- অজ্ঞাত মহিলা
- লাশ উদ্ধার
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: