• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন লিটন দাস। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে পেছনে ফেললেন বর্তমান। বাংলাদেশের হয়ে এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ফিফটির মালিক তিনি।

সিলেটে আজ ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন লিটন।

ফিফটিটাও করেছেন দেখার মতো। ৪৫ রানের সময় ড্যানিয়াল ডোরামকে স্লোগ সুইপে ছক্কা হাঁকিয়ে। তাতে ১৩ ফিফটি করা সাকিব পেছনে পড়ে যায়। সাকিবের ১২৯ ম্যাচের বিপরীতে এখন পর্যন্ত ১১০ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার।

শুধু ফিফটি পূর্ণ করার সময় নয়, ওপেনিংয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন লিটন। ইনিংসের তৃতীয় ওভারে ডোরামের অফস্পিন থেকেই ২২ রান নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনের ব্যাটিং ঝড় চলছেই। বর্তমানে ৫২ রানে অপরাজিত আছেন তিনি।

ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়। দলের রান দাঁড়িয়েছে ২ উইকেটে ৮২ রান। ৯ ওভার শেষ হয়েছে। লিটনকে সঙ্গ দিচ্ছেন ৫ রান করা শামীম হোসেন পাটোয়ারী।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন