হাড়কাঁপানো শীতে কয়রার ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ
শীতের রাতগুলো যখন আমাদের কাছে লেপ-কম্বলের ওমে আরামদায়ক, ঠিক তখনই উপকূলীয় এলাকা কয়রার শত শত মানুষের কাছে তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে থাকা কিছু মানুষের পাশে একটু উষ্ণতা নিয়ে দাঁড়িয়েছে ‘ভিকারুননিসা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন’ ও ‘এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন’।
সংগঠন দুটির যৌথ উদ্যোগে পরিচালিত ‘Warmth For All’ প্রজেক্টের আওতায় শুক্রবার ২৩ জানুয়ারী সকালে কয়রা উপজেলার সুন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ১০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল।
পুরো কর্মসূচীটি বাস্তবায়নে সরাসরি মাঠে ছিলেন এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের একঝাঁক প্রাণবন্ত তরুণ, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আজিজুল হক।
এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং স্কীল ডেভেলপমেন্ট নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকায় ২১০ জন শিশু তাদের স্কুলে আগামীর স্বপ্ন দেখছে। প্রতি বছর শীত এলে তারা ‘Warmth For All’ প্রজেক্টের মাধ্যমে দেশের আনাচে-কানাচে পৌঁছে যায় অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে।
আয়োজকরা জানান, এই উদ্যোগটি শুধু একটি কম্বল বিতরণ নয়, বরং তরুণদের শক্তি ও ইতিবাচকতাকে কাজে লাগিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের একটি চেষ্টা মাত্র। ভিকারুননিসা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এই মহতী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এবারের আয়োজনটি আরও সার্থক হয়ে উঠেছে।
তীব্র শীতে কাঁপতে থাকা একজন বৃদ্ধ যখন কম্বলটি বুকে জড়িয়ে ধরে এক চিলতে হাসি দিলেন, তখনই যেন পূর্ণতা পেল পুরো প্রজেক্টটি। আয়োজকদের বিশ্বাস, সমাজের প্রতিটি মানুষ যদি এভাবে একে অপরের পাশে দাঁড়ায়, তবে কোনো শীতই আর কাউকে কষ্ট দিতে পারবে না।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কয়রা
- কম্বল বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: