• ঢাকা
  • সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

১৩৬ কোটি টাকা আত্মসাৎ : ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৭ পিএম
১৩৬ কোটি টাকা আত্মসাৎ : ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান (যার পরিচালকদের ব্যাবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই) এর মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন। ওই প্রতিষ্ঠানের বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করে (আংশিক ফিনিশড রপ্তানি দেখালেও ১৫ লাখ ৫৫ লাখ হাজার ৪৬৫ ডলার রপ্তানিমূল্য বিদেশ থেকে প্রত্যাবাসন না করে) সর্বমোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা।

আত্মসাত করে অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থনান্তরের মাধ্যমে লেয়ারিং করেছেন। ওই ঘটনায় গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ। 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন