• ঢাকা
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি ছয়টি দল আসবে আগামী মার্চে প্লে-অফ থেকে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ছাড়া বাকি সব বড় দলই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।

কোন দল কোন গ্রুপে খেলবে, তা নির্ধারিত হওয়ার আগে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার সুপার কম্পিউটার। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। বিপরীতে শিরোপা জেতার কোনো সম্ভাবনা নেই তিনটি দেশ-জডান, কুরাসাও হাইতির।

১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ তাই খুবই কঠিন। সুপারকম্পিউটারের চোখে লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ। সম্ভাবনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইউরোপের তিনটি দেশ।

১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচে অপরাজিত লামিন ইয়ামালরা। ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা গত আসরের রানার্সআপ। এমবাপ্পে ছাড়াও দিদিয়ের দেশমের দলে আছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে।

১১.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে তিনে হ্যারি কেইনের ইংল্যান্ড। বাছাইপর্বে আট ম্যাচের সবকটি জেতার পাশাপাশি কোনো গোল হজম করেনি তারা। আর্জেন্টিনা চারে থাকলেও মেসি একাই সব হিসাব বদলে দিতে পারেন। ৭.১ শতাংশ সম্ভাবনা নিয়ে পাঁচে আরেক পরাশক্তি জার্মানি। ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে সাতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাাম্পিয়ন ব্রাজিল। ৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে ছয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। শীর্ষ দশের বাকি তিন দল যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন