• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. রাজধানী

আবারও নয়াপল্টনে বাড়ছে পুলিশের সংখ্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৮ পিএম
আবারও_নয়াপল্টনে_বাড়ছে_পুলিশের_সংখ্যা
ফাইল ফুটেজ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে । আজ বুধবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ঢিলেঢালা অবস্থান থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে মিডওয়ে হোটেলের সামনে ১০-১২ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকলেও দুপুর ১টায় বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি কার্যালয়ের সামনেও বসে থাকতে দেখা গেছে পুলিশের কয়েকজন সদস্যকে।

এদিকে কার্যালয়ের সামনে যে কোনো ধরনের যানবাহন পার্কিং কিংবা লোকসমাগমে কঠোর রয়েছে পুলিশ। এ ছাড়া রাস্তায় যানচলাচল থাকলেও তা স্বাভাবিকের তুলনায় কম।

আরও পড়ুন>> তফসিল ঘিরে দেশব্যাপী বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি : ডিবি প্রধান

দলীয় কার্যালয়ের সামনে দায়িত্বরত কর্মকর্তা ও পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) সেন্টু বলেন, আমাদের নিরাপত্তা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। মানুষ নিরাপদে তাদের কাজ করতে পারছেন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার তথ্য বা পুলিশি পাহারা জোটদার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও এমন তথ্য আমাদের কাছে আসেনি।

তবে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সামনে এলে আমাদের ফোর্স সেটা নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত আছে। দলীয় কার্যালয়ের সামনে এখন পর্যন্ত কোন নেতাকর্মীকে দেখা যায়নি বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে একতরফা তফসিল, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশে বাধা, হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলটির শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন