বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের উদ্যোগে বিএনপির মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে আজ ১৮ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখ রোজ সোমবার বিকাল ০৫ ঘটিকার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন আবুল হাসেম খান।মোঃ এমদাদুল হক মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বরগুনা জেলার সাবেক সফল সহ-সভাপতি জননেতা জনাব ফজলুল হক মাস্টার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুদ্দিন,জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃমমিনুল ইসলাম মাসুদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জননেতা ফজলুল হক মাস্টার বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে বিএনপির রাজনীতি করি। আজকের অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে যে সম্মানিত করা হয়েছে এজন্য আমি উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সততার সাথে রাজনীতি করি।
বরগুনা ১ আসনে যদি আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।আমাকে যদি বরগুনা জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি সুশৃংখলিত দল। এই দলে চাঁদাবাজদের কোন স্থান নাই।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- বালিয়াতলী ইউনিয়ন
- বিএনপি
- মতবিনিময় সভা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: