• ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিদ্যুৎ বিহীন অসহায় নুর ইসলামের পাশে দাঁড়ালেন পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও ডু সামথিং ফাউন্ডেশন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম
বিদ্যুৎ বিহীন অসহায় নুর ইসলামের পাশে দাঁড়ালেন পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও ডু সামথিং ফাউন্ডেশন

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকার অভাবে বিদ্যুৎ আনতে পারছে না নূর ইসলাম। এমন নিউজ প্রচার পর স্থানীয় পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এবং সমাজের কিছু হৃদয়বান মানুষের সহযোগিতায় অবশেষে ঘরে জ্বলে উঠেছে বিদ্যুতের আলো।

শ্রমজীবী নূর ইসলাম পাঁচ বছর আগে একটি দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে কর্মক্ষমতা হারান। এতে বিদ্যুৎ, নিরাপদ আশ্রয়, সন্তানের পড়াশোনা কোনো কিছুই ছিল না তার নাগালে। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যেত তার ছোট্ট ঘর। আলোর একমাত্র ভরসা ছিল একটি ধোঁয়াময় কেরোসিনের কুপি।

পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন নূর ইসলামের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন এবং বিদুৎতের পাশাপাশি ব্যবস্থা করে দেন সেলিংফ্যান ও একটি টয়লেটের। ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আহসান হাবিব এবং এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মনোয়ার হোসেনের প্রচেষ্ঠায় পাঁচবিবি পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ তরিকুল ইসলাম দ্রুত সংযোগের উদ্যোগ গ্রহন করেন। কাগজপত্র ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে সংযোগ দেওয়া হয় ঘরে।

বিদ্যুৎ বিহীন নূর ইসলামের স্ত্রী জানান, আমরা এতদিন অন্ধকারে জীবন পারকরছিলম। বিদ্যুৎবিহীন থাকার ফলে প্রচুর পরিমাণ গরমে অসুস্থ  পড়েছিলাম। এখন ঘরে আলো জ্বলে, বাচ্চারা পড়তে পারে ভালো ভাবে জীবনযাপন করতে পারছি। আমরা কল্পনাও করতে পারিনি এমন কিছু হবে।

বিদ্যুৎ বিহীন নূর ইসলাম বলেন, আমাদের এলাকায় অনেকের বাড়িতে বিদ্যুৎ আছে। পাশের বাড়ির বিদ্যুৎ দেখতাম ও মনে মনে কষ্ট পেতাম ভাবতাম আমার বাড়িতে কবে বিদ্যুতের লাইন আসবে। আমার ছেলেমেয়ে বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনা করতে পারতো না। আমি খুব কষ্ট থাকতাম এখন আপনাদের সহায়তায় বিদ্যুৎ পেয়ে খুব খুশি। এখন ছেলে মেয়েগুলো ভালো ভাবে লেখা পড়া করতে পারবে। আমি পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এবং সমাজের কিছু হৃদয়বান মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এত বড় উপকার করে দেওয়ার জন্য।

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব বলেন, আমরা জানতে পারি শ্রমজীবী নুর ইসলামের বাড়িতে এখন ও এসময় বিদ্যুতের লাইন নেই। । যা অত্যান্ত দুঃখজনক বিষয়। এই বিষয়ে আমরা আমাদের নিজ তহবিল ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা সফল হই। আমরা চাই আমাদের দেখাদেখি যেন অন্যান্য সংগঠন ও সর্বস্তরের মানুষ যেনো প্রতিটি মানুষের বিপদে পাশে থাকে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন