• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. বিনোদন

মুক্তির আগেই ফাঁস ‘পুষ্পা টু’ এর দৃশ্য! রেগে গেলেন আল্লু অর্জুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম
মুক্তির আগেই ফাঁস ‘পুষ্পা টু’ এর দৃশ্য! রেগে গেলেন আল্লু অর্জুন

মুক্তির দিন পেছানোর পর থেকেই শেষ পর্যায়ের কাজগুলো নিয়ে বেশ তোড়জোড়ই চলছে ‘পুষ্পা টু’ এর শ্যুটিং। এ সময় কোনো একটি দৃশ্য যেন ফাঁস না হয়, তা নিয়ে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু তাতেও কাজ হয়নি।

নেটমাধ্যমেই ফাঁস হয়ে গেল ‘পুষ্পা টু’-এর শ্যুটিংয়ের ভিডিও! যেখানে অ্যাকশন অবতারে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটিই শিরোনাম- সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় রীতিমতো রেগেছেন অর্জুন। সুত্রের খবর, শ্যুটিংয়ের পুরো টিমের ওপরেই নাকি ক্ষোভ ঝেরেছেন অভিনেতা।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় কিস্তিতে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে সাফল্য পেয়েছে, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

আগামী ১৫ আগস্ট ‘পুষ্পা টু’ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবির বেশ খানিকটা শ্যুটিং এখনও বাকি থাকায় পেছানো হয়েছে মুক্তির তারিখ। তবে কবে মুক্তি পাবে, সেই তারিখ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

শোনা যাচ্ছিল, ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিয়েছে ছবিটির। ঝলক হিসেবে প্রথম গান প্রকাশ্যে আনার পরও হঠাৎ ‘পুষ্পা টু’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় রীতিমতো হতাশ হয়ে পড়ে আল্লু অর্জুনের অনুরাগীরা।  
ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা টু’। যেহেতু ‘পুষ্পা’ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, সেই কারণে ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন