• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম
শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১হাজার ৮শত জন কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সরকার প্রদত্ত বীজ ও সার যথাযথ ব্যবহার করে কৃষিকাজে সফলতা আনায়নে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম সহ উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কৃষক-কৃষাণীরা এ ধরনের সহায়তা পেয়ে কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন