• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. সারাদেশ

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৪ পিএম
সাবেক_মেয়র_আরিফের_বাসায়_ককটেল_নিক্ষেপ
ফাইল ফুটেজ

সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) কুমারপাড়াস্ত বাসার সামনে রাত সোয়া ৮টার দিকে তিনজন দুর্বৃত্ত এই হামলা চালায় বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এরপরই তারা মোটরসাইকেলযোগে সটকে পড়ে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, রাত সোয়া ৮টার দিকে কুমারপাড়াস্থ বাসার সামনে তিন যুবককে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের মধ্যে দুজন ককটেল বিস্ফোরণ ঘটায় আর একজনকে এসময় ভিডিও করতে দেখা যায়।

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ

আরিফ আরও বলেন, আমি এখন শঙ্কিত অবস্থায় আছি। কারণ দুর্বত্তরা আমার বাসায় টার্গেট করেই মেরেছে। তা না হলে তিনজনের মধ্যে দুইজন কেন ককটেল বিস্ফোরণ ঘটাবে আর একজন ভিডিও করবে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা, স্ত্রী-মাকে নিয়ে থাকা নিরাপদ না। কোনোভাবে সিলেটের এই পরিবেশ ছিল না।

এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে দিলাম। এটি সিলেটের রাজনৈতিক সম্প্রীতির সঙ্গে যায় না। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা সরেজমিনে এসে বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন