হাসনাতের ওপর হামলায় ঘটনায় মামলা, গ্রেফতার ৪৩

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় বাসন মেট্রোপলিটন থানায় মামলাটি হয়েছে। মামলায় অভিযুক্ত ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


অন্যদিকে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থীরা।
সোমবার রাত ৮টার পর গাজীপুর জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য আল আমিন বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে ও অনেককে অজ্ঞাত আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি রুজু করেন। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান মামলার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে জানান, মামলার অভিযুক্ত আসামি ৪৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের সিআইওর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৪ জনকে আটকের কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলা করেছিল দুর্বৃত্তরা।
ওই দিন সন্ধ্যায় সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছলে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।


এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- গাজীপুর
- এনসিপি
- হাসনাত আবদুল্লাহ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: