• ঢাকা
  • সোমবার, ১৮ আগষ্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৫ পিএম
চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ‘হল নাই, ভাতা নাই, প্রশাসনের লজ্জা নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘প্রশাসনের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘কোটি টাকার বাজেট পায়, এত টাকা কোথায় যায়’, ‘আবাসন ভাতা দে, নাইলে গদি ছাইড়া দে’ স্লোগান দিতে থাকেন।

প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বের হতে চাইলে তাদের আটকে রাখেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে নারীদের যেতে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এ সময় এক নারী আহত হলে তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান ঘটনাস্থলে থাকলেও প্রায় ৩ ঘণ্টা পর উপাচার্য নিজের বাংলোতে গেছেন বলে জানা গেছে। প্রশাসনের সঙ্গে এক দফা আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি শিক্ষার্থীরা। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন ও নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন