• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজেও জিততে চায় টাইগাররা। আজ মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আরকি। দুইটা জিতলেই ভালো হতো। কিন্তু এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা আরকি।'

চলতি বছরের পারফরম্যান্স নিয়ে খুশি থাকলেও রাজ্জাক মনে করেন টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা, 'আমাদের কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে? খারাপ কেন বলছেন? আমার কাছে ওরকম মনে হয়নি, কিন্তু এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।'

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব হয়ে থাকে। রাজ্জাক আশাবাদী চট্টগ্রামেও ভালো রান হবে, 'যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে, যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে আরকি। উইকেট এখনো দেখিনি। জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাআল্লাহ।'

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন